ক্রীড়া প্রতিবেদক: প্রায় প্রতিটি ম্যাচেই রান আসছে নাসির হোসেনের ব্যাট থেকে। পাচ্ছেন উইকেটও। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও নাসির। ৫ ম্যাচ খেলে ৭১.৬৬ গড় ও ১২৭.২১ স্ট্রাইক রেটে করেছেন ২১৫ রান। তিনি বলেন, তিনি ভালো খেললে কেউ না কেউ খুশি হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ম্যাচ-উত্তর সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘আমার লাইফস্টাইল আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। একটা কথাই বারবার উঠে আসছে, সেটা হচ্ছে সুযোগ। আগে সেটা পাইনি, তবে এখন পাচ্ছি। এ কারণে হয়তো পারফরম্যান্স একটু ভালো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি ভালো খেললে কেউ না কেউ খুশি হয়। চেষ্টা করি এজন্য ভালো খেলতে।’
কারা খুশি হন এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘বাবা-মা, ভাই-বোন, বউ খুশি হয়। আর বাচ্চা খেলা দেখে। ও লাফায়।’ তাদের জন্যই কি এখন ভালো খেলার চেষ্টা করেন? নাসির বলেন, ‘চেষ্টা করি তো ভালো খেলার। ভালো খেললে পরিবার খুশি হবে, এটাই স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, যখন পরিবারের চেহারার দিকে তাকাই, ওরা হাসিখুশি থাকে। এটা আলাদা অনুভূতি, আমার ভালো লাগে।’