নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি অ্যামাজন, মেটার মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী ছাঁটাই করছে। এবার সে তালিকায় যুক্ত হলো মাইক্রোসফট। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের এমন সিদ্ধান্তে চাকরি হারাতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ শতাংশ কর্মী।
সম্প্রতি কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা।
করোনার সময় গ্রাহকসংখ্যা যে পরিমাণ বেড়েছিল, তারাই এখন সতর্কতার সঙ্গে খরচ করছেন জানিয়ে সত্য নাদেলা বলেন, বর্তমানে বিশ্বের অনেক অঞ্চলে অর্থনৈতিক মন্দা চলছে এবং কম্পিউটার পরিচালনার নতুন ঢেউ চলছে, যেটি হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই।
কিন্তু এমন এক সময় মাইক্রোসফট কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল, যার কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের কর্মীদের অগণিত ছুটি কাটানোর সুবিধার কথা জানান দিয়েছিল প্রতিষ্ঠানটি। ফলে কর্মীদের জন্য বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল মাইক্রোসফটের এমন সিদ্ধান্ত। তবে গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সত্য নাদেলা।
এদিকে এআই প্রতিষ্ঠান ওপেন এআইতে আরও ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের চিন্তা করছে মাইক্রোসফট। সম্প্রতি ওপেন এআইর চ্যাট জিপিটি প্ল্যাটফর্ম প্রযুক্তি বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। যদিও আগে থেকেই প্রতিষ্ঠানটিতে মাইক্রোসফটের এক বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে।