আন্তর্জাতিক ডেস্ক: লেপার্ড ট্যাংকের বিষয়ে জার্মানির গড়িমসির সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'আমাদের এখনো আধুনিক ট্যাংক পেতে লড়াই করতে হবে। তবে আমরা প্রতিদিন এটি আরও পরিষ্কার করে বলছি যে, যেহেতু ক্ষেত্রে ট্যাংকের কোনো বিকল্প নেই। তাই ট্যাংকের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত।'
জার্মানির লেপার্ড ট্যাংক পেতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন। সম্প্রতি এক জার্মান টিভিকে জেলেনস্কি জানিয়েছেন, 'আপনাদের যদি লেপার্ড-২ ট্যাংক থাকে, তা হলে আমাদের দিয়ে দিন।'
লেপার্ড-২ ট্যাংক হাতে পেলে সেগুলোকে শুধু প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে এবং সেগুলো কোনোভাবেই রাশিয়ার ভূখণ্ডের ভেতরে ঢুকবে না এমনটি বলে জার্মান সরকারকে আশ্বাস দেন ভলোদিমির জেলেনেস্কি।
তবে জার্মানি লেপার্ড-২ ট্যাংক দেবে কিনা তা এখনো জানায়নি।
অন্যদিকে পোল্যান্ড ও ফিনল্যান্ড জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক পাঠাতে আগ্রহী এমনি ইঙ্গিত দিয়েছে ইউক্রেনকে। কিন্তু এ ক্ষেত্রে জার্মানির অনুমোদন প্রয়োজন হবে।