ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের তারকা ওয়াহাব রিয়াজ পেসার বিপিএল খেলতে এসে ভাগ বসালেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের একটি রেকর্ডে। এবারের বিপিএলে চলমান নবম আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন ওয়াহাব রিয়াজ।
পূর্বেই টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট নিয়েছিলেন সাকিব ও রশিদ খান। পাকিস্তানের এই তারকা শুক্রবার (২০ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৩৬ রানে ৪ উইকেট শিকার করে সাকিব-রশিদের সেই মাইলফলক স্পর্শ করেছেন।
গতকাল শুক্রবার ম্যাচ খেলার আগেই ৩৯৭ উইকেট শিকার করেছিলেন ওয়াহাব রিয়াজ। এদিন ৪ উইকেট নেয়ায় তার শিকার হলো ৪০১ উইকেট। প্রথম পাকিস্তানি হিসেবে ৪০০ উইকেট নিতে তাকে খেলতে হয়েছে ৩৩৫ ম্যাচ।
এর আগে ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, সুনিল নারিন, রশিদ খান ও সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ৪০০ বা তার বেশি উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে ৫৫৬ ম্যাচে সবচেয়ে বেশি ৬১৪ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব নিয়েছেন ৪৩৬ উইকেট।