ক্রীড়া প্রতিবেদক: বিপিএলে (২০১২ সালে) ম্যাচ ফিক্সিং কাণ্ডের পর শাস্তি কাটিয়ে মাঠে ফেরেন আশরাফুল। তবে মাঠে ফিরলেও জাতীয় দলের হয়ে এখনো ডাক পাননি তিনি। প্রায় এক দশকেরও বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার জাতীয় দলে ফিরবেন আবার, এই আশা করেন না।
রোববার (২২ জানুয়ারি) রাজধানীর এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘আমি এখন শুধু খেলতে চাই। এখন আর আশা করি না। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। তবে যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদের নিয়ে চিন্তিত। আর হয়তো একটা দুইটা সিজন খেলব তারপর তো... যথেষ্ট.. ইনশাআল্লাহ।’
খেলা ছাড়ার পর ক্রিকেট বোর্ডে আসার ব্যপারে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো ওইভাবে চিন্তা করিনি। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।’
চলমান বিপিএল নিয়েও কথা বলেন আশরাফুল। কেমন হচ্ছে বিপিএল, জানতে চাইলে তিনি বলেন, ‘খেলা তো আসলে ভালো হচ্ছে। আমরা মিরপুরে সব সময় দেখতাম না বড় স্কোরের ম্যাচ, সেটা প্রথম থেকেই দেখছি। তার মানে আমরা চাইলে ভালো উইকেট বানাতে পারি, এটা একটা ইতিবাচক দিক। শুরুর দিকে ভালো হয়েছিল, কিন্তু চট্টগ্রামে শেষের দিকে ভালো হয়নি। যে ধরনের উইকেটে আমরা খেলছিলাম, আমি আশা করছিলাম আমাদের খেলোয়াড়রা আরও ভয়ডরহীন খেলবেন, বড় বড় ইনিংস ও হাই স্ট্রাইকরেট হবে, সে জিনিসটা একটু মিসিং। তবে সব মিলিয়ে ভালোই হচ্ছে।’