আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে গ্রিড বিপর্যয়ের লোডশেডিংয়ের কবলে পড়েছে করাচি, ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারসহ দেশটির অধিকাংশ অঞ্চল। ফলে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। খবর জিও নিউজ ও বিবিসির।
পাকিস্তানি জ্বালানি মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ বিপর্যয়ের এ ঘটনা ঘটেছে।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি তারতম্য হলে এ গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর । তবে এটি বড় ধরনের কোনো সংকট নয় বলে দাবি করেন তিনি। এ ছাড়া বিদ্যুৎ ব্যবস্থা দ্রুতই স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
দস্তগীর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘কিছু গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন এরই মধ্যে স্বাভাবিক হয়েছে। রাত ১০টার দিকে পুরো বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।’
প্রসঙ্গত, পাকিস্তানে প্রায়ই এ ধরনের বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটে থাকে। এ জন্য দেশটির বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা ও অবকাঠামোতে কম বিনিয়োগ দায়ী। সবশেষ গেল অক্টোবরে এ ধরনের বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটেছিল।