নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক ৬৯ লাখ ৩৮ হাজার ৪১৯টি এবং এএফসি এগ্রোর উদ্যোক্তা পরিচালক মো. সাইদুর রহমানের কাছে থাকা কোম্পানিটির সম্পুর্ণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সাউথবাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক শামসুন নাহার রহমান ৩৩ লাখ ৮২ হাজার ১৫৬টি এবং অপর পরিচালক মিজানুর রহমান ৩৫ লাখ ৫৬ হাজার ২৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে ব্লক মার্কেটে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।
অন্যদিকে, এএফসি এগ্রোর অন্যতম উদ্যোক্তা পরিচালক মো. সাইদুর রহমানের কাছে থাকা কোম্পানিটির ২৫ লাখ ৪৬ হাজার ২৭৭টি শেয়ারের সবগুলো শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। আর এই শেয়ার এএফসি এগ্রোর কর্পোরেট উদ্যোক্তা এএফসি ক্যাপিটাল লিমিটেড আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বাজার মূল্যে ক্রয় করবেন।