আন্তর্জাতিক ডেস্ক: সোমবার (২৩ জানুয়ারি) ইউক্রেনে রুশ সামরিক হামলার ১১ মাস পূর্ণ হয়েছে। গত ৩ জানুয়ারি পর্যন্ত এ যুদ্ধে ১৮ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। খবর এনডিটিভির।
মানবাধিকার সংস্থার তথ্যমতে, এ সময়ের মধ্যে ১৮ হাজার ৩৫৮ বেসামরিক মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৩১ জন মারা গেছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়বে বলে জানায় জাতিসংঘ। এ ছাড়া আরও লাখো মানুষ মৃত্যু ঝুঁকিতে রয়েছে বলেও যোগ করে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ হতাহতের জন্য দায়ী বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে পারে এমন বিস্ফোরক অস্ত্রের ব্যবহার। এসবের মধ্যে রয়েছে ভারী আর্টিলারি বোমাবর্ষণ, মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, ইউক্রেন যুদ্ধে দুদেশের ১ লাখ সেনা নিহত হয়েছেন। এদিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর দেওয়া সবশেষ তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ১ লাখ ১৬ হাজার ৯৫০ শত্রু সেনাকে 'নির্মূল' করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি।