আন্তর্জাতিক ডেস্ক: অনুষ্ঠানে আসার পরে বসার জন্য চেয়ার আসতে দেরি হওয়ায় কর্মীদের দিকে ঢিল ছুড়েছেন ভারতের তামিলনাড়ুর দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য উন্নয়ন মন্ত্রী এসএম নাসার।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ ঘটনা ঘটান ক্ষমতাসীন ডিএমকে দলের এই নেতা।
কর্মীদের সাথে মন্ত্রীর এমন আচরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। ভিডিওতে দেখা গেছে, বসার চেয়ার আনতে দেরি হওয়ায় রাগান্বিত হয়ে যান মন্ত্রী নাসার। এরপর অত্যন্ত বিরক্ত হয়ে দলের কর্মীদের দিকে ঢিল ছুড়ে মারেন এই নেতা। তখনই এক কর্মী কয়েকটি চেয়ার নিয়ে দৌড়ে আসেন। এ সময় নাসারের পেছনে দাঁড়িয়ে থাকা কিছু কর্মীকে হাসতেও দেখা যায়।
জানা যায়, তামিলনাড়ুর তিরুভাল্লুরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের। ওই সভার প্রস্তুতি দেখতেই গতকাল (২৪ জানুয়ারি) সেখানে যান মন্ত্রী এসএম নাসার।
এ ঘটনার প্রেক্ষিতে বিরোধী দলের নেতারা মন্তব্য করেছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষ ও রাজনীতির প্রতি তার সম্মান থাকা উচিত।
প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন এই নেতা। কর বাড়ানো নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তিনি সাংবাদিকদের বলেন, দুধের ওপর জিএসটি ধার্য করেছে নরেন্দ্র মোদি সরকার। আর সে কারণে দুধের দাম বেড়েছে।
এ ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাত থেকে মাইক্রোফোন পড়ে যাওয়ায় দলীয় এক কর্মীকে কনুই দিয়ে ধাক্কা মারতেও দেখা গেছে নাসারকে।