জাপান উপকূলে জাহাজডুবি, ৮ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক: জাপান উপকূলে এক জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা ৬ চীনা নাগরিকসহ ৮ জনের প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক চীনা কূটনীতিক রাষ্ট্রীয় গণমাধ্যমকে এ কথা জানান। খবর বিসিসির।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে এই জাহাজডুবির ঘটনা ঘটে। এরপর থেকেই উদ্ধার কাজ শুরু হয়।
দেশটির কোস্টগার্ড এবং সামরিক বাহিনীর একাধিক জাহাজ ও বিমান, দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড এবং ব্যক্তিগত জাহাজ এ উদ্ধার কাজে অংশ নিয়েছে।
ফুকুওকা নগরীতে চীনের কনসাল জেনারেল লু গুইজুন রাষ্ট্রীয় সম্প্রচারক সিজিটিএনকে বলেছেন, ৮ জনের প্রাণহানি নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে ৬ জন চীনা নাগরিক।
জাপানের দানজো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে এ ঘটনাটি ঘটেছে। জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন এমনটি জানা গেছে।
উল্লেখ্য, দেশটির পশ্চিমাঞ্চল শীতকালীন ঝড়ের কবলে পড়ায় মঙ্গলবার (২৪ জানুয়ারি) সেখানে প্রবল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি হিমায়িত পরিস্থিতি বিরাজ করছিল। এদিন বিরূপ আবহাওয়ার ফলে কয়েকশ ফ্লাইট বাতিল হয়।
শেয়ারনিউজ, ২৬ জানুয়ারি ২০২৩
প্রকাশক ও সম্পাদক: ইয়াসমিন আক্তার পপি নির্বাহী সম্পাদক : আবদুল্লাহ আল নোমান বানিজ্যিক কার্যালয় : ড্রিম হোল্ডিংস লিমিটেড, ৫৮ দিলকুশা (ষষ্ঠ তলা), মতিঝিল, ঢাকা - ১০০০। মোবাইল : ০১৬৩৪-৮৩১০৫৮, ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন |