নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের গেলো সপ্তাহে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন করে শীর্ষ স্থান দখল করেছে। আগের সপ্তাহেও কোম্পানিটি ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছিল। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৩০ লাখ ৩৪ হাজার ৯৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৬২ লাখ টাকা।
অন্যদিকে, মূল মার্কেটে কোম্পানিটির সপ্তাহজুড়ে শেয়ার লেনদেন হয়েছে ১০ লাখ ৮০ হাজার ৩০৩টি শেয়ার। যার বাজার মূল্য ১২ কোটি ৮ লাখ টাকার।