নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪০০টি কোম্পানির মধ্যে গেলো সপ্তাহে ৩৮৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৬৩টি কোম্পানির শেয়ারদর বাড়লেও কমেছে ১১৯টি কোম্পানির। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ২০৫টি কোম্পানির। এরমধ্যে ২২টি কোম্পানি জেড গ্রুপের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গেলো কয়েক সপ্তাহজুড়ে কিছুটা ধীর গতিতে চলছে জেড গ্রপের অধীনে থাকা ২২টি কোম্পানির শেয়ারদর। যার কারণে ক্রমাগতই কমতে ছিল এই গ্রুপের লেনদেনের পরিমাণ। কিন্তু গেলো সপ্তাহে জেড গ্রুপের কোম্পানিগুলোর শেয়ার লেনদেনে ঝলক দেখিয়ে বড় উত্থান হয়েছে। যার কারণে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।
গেলো সপ্তাহে জেড গ্রুপের কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৪১ লাখ ২ হাজার টাকার। যা আগের সপ্তাহে ছিল ৪ কোটি ১৫ লাখ ৮২ হাজার টাকা। অর্থাৎ এক সপ্তাহে জেড গ্রুপে শেয়ার লেনদেন বেড়েছে ৮ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকার বা তিনগুন।