আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে মাঝরাতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডে দুই চিকিৎসকসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে ঝাড়খণ্ডের রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধনবাদের ব্যাংক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আজ শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে উদ্ধারকাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের মধ্যে হাসপাতালের মালিক তথা চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং পরিচালিকা তারা দেবী রয়েছেন। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে চিকিৎসক দম্পতিসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের একটি পোষা কুকুরও আগুনে পুড়ে মারা গেছে। কয়েকজন আহতও হয়েছেন।
পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন ওই চিকিৎসক দম্পতি। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে হঠাৎ হাসপাতালে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়খণ্ড পুলিশ ও দমকল বাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'হাসপাতালের মালিক, তার স্ত্রীসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে, স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এ ঘটনা ঘটেছে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সেটা জানতে তদন্ত চলছে।'
৪ জনের মৃতদেহ চিহ্নিত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।