নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে সংঘবদ্ধ চোরচক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরের পাইকপাড়া র্যাব-৪ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলো মো. রিপন ওরফে ছোট রিপন (৪৩), নাঈম ইসলাম (২৭), মো. আকাশ (২৬), মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল (৩৬), মো. সুমন (৩০), মো. ফরিদ (৩৮) ও মো. মঞ্জুর হোসেন জিকু (৩৮)।
লেফটেন্যান্ট আব্দুর রহমান জানান, গত ২৬ ও ২৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার লাঙ্গলবন্দস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের চোরাইকৃত ২৬ হাজার ৯৯৫ পিস গার্মেন্টস পণ্য এবং একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গার্মেন্টস পণ্য চুরির একাধিক মামলা রয়েছে।