বিনোদন ডেস্ক: লম্বা সময় পরে রুপালি পর্দায় ফিরে নিজের বাদশাহী অস্তিত্বের জানান দিলেন বলিউড কিং শাহরুখ খান। এরই মধ্যে বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে তার অভিনিত ‘পাঠান’ সিনেমা। একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’।
শুধু ভারতেই নয় দেশের বাইরেও চলছে শাহরুখ বন্দনা। ভক্তরা মজেছেন বলিউড বাদশাহ’র শাহরুখের আমেজে। শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব নামক একটি টুইটার হ্যান্ডেলে দেখা যায়, শাহরুখকে ‘ম্যান অব দ্য ডে’ উপাধি দিয়েছে ফরাসি গণমাধ্যম।
আসলে পাঠানের সফলতার ফলেই এ উপাধি দেওয়া হয় শাহরুখকে। ‘লে ১২৪৫’ নামক অনুষ্ঠানে তাকে নিয়ে প্রতিবেদনে শাহরুখ খানের ভক্তদের উল্লাস ও ‘পাঠান’ নিয়ে তাদের আবেগ অনুভূতি দেখানো হয়।
প্রসঙ্গত, হিন্দুত্ববাদী রাজনীতিবিদদের দ্বারা তার ছবি বয়কট করার বিষয়টিও তুলে আনা হয় সে প্রতিবেদনে।