ক্রীড়া প্রতিবেদক: কাতার বিশ্বকাপের ম্যাচে রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন উরুগুয়ের ৪ ফুটবলার। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। ডিফেন্ডার দিয়েগো গডিন ও স্ট্রাইকার এডিনসন কাভানি নিষিদ্ধ ১ ম্যাচ।
নিষেধাজ্ঞার পাশাপাশি ওই তাদের ফুটবল-সম্পর্কিত সেবামূলক কাজে অংশগ্রহণ করতে হবে। সাথে দিতে হবে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও। তালিকা থেকে বাদ পড়েনি উরুগুয়ে ফুটবল ফেডারেশনও। সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরণের জন্য সংস্থাটিকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
ঘটনাটি গত ২ ডিসেম্বর ঘানার বিপক্ষে উরুগুয়ের ২-০ গোলে জয়ের ম্যাচের। ম্যাচের প্রথমার্ধে নুনেস এবং শেষ মুহূর্তে কাভানিকে প্রতিপক্ষের ট্যাকলের জন্য পেনাল্টির জোড়ালো আবেদন করেছিল উরুগুয়ের খেলোয়াড়রা। কিন্তু সাড়া দেননি জার্মান রেফারি ড্যানিয়েল সিবার্ট।