নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ড সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৩৫ পয়সা।
এছাড়া, ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষে ফান্ডটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৬পয়সা।
ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২২।