নিজস্ব প্রতিবেদক: সম্প্রতিকালে বেশ জমে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চ্যাটজিপিটি আর গুগলের যুদ্ধ। প্রযুক্তির বাজারে নিজের রাজত্ব টিকিয়ে রাখতে ব্যয় সংকোচন করে এআই প্রযুক্তিতে বিনিয়োগ করছে গুগল। বিনিয়োগের ফলও পেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি। বর্তমানে গুগলের এআই নিমেষেই তৈরি করছে সংগীত।
টেক্সট কমান্ড থেকে সংগীত পরিবেশন করছে গুগলের এআই। এমনটিই বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক পোর্টাল দ্য ভার্জের এক প্রতিবেদনে। অর্থাৎ এআইকে লিখিত কোনো আদেশে সংগীত পরিবেশন করতে বললে এআই সে নির্দেশনা অনুযায়ী সংগীত তৈরি করতে পারছে। তবে গুগলের এই এআই এখনো চ্যাটজিপিটির মতো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। একজন ব্যবহারকারীর উদ্ধৃতি দিয়ে দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, লিখিত নির্দেশনা অনুযায়ী ৫ মিনিট পর্যন্ত দীর্ঘ সংগীত পরিবেশন করছে গুগলের এআই।
যেমন এআইকে যদি ‘মেলোডিক টেকনো’ লিখে নির্দেশনা দেওয়া হয়, তাহলে সেটি ৫ মিনিটের সংগীত তৈরি করছে। বিষয়টির অভিজ্ঞতা নেওয়া ওই ব্যবহারকারী নিজ অভিজ্ঞতা বর্ণনা করে বলছেন, এআই প্রযুক্তির এ সংগীত অবিকল মানবসৃষ্ট সংগীতের মতোই।
গুগল এই মডেলের নাম দিয়েছে ‘মিউজিক এলএম’। সম্প্রতি চ্যাটজিপিটির কার্যকারিতা ও জনপ্রিয়তায় ব্যবসায়িকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কা দেখছে গুগল। চ্যাটজিপিটিতে মাইক্রোসফটের মোটা অঙ্কের বিনিয়োগে প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিন ‘বিং’-এর কাছে বাজার হারানোর আশঙ্কা দেখা দিয়েছে গুগলের জন্য।
বর্তমানে এমন প্রেক্ষাপটে চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার উপায় খুঁজছে গুগল। সম্প্রতি প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এ সময় কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, এআই প্রযুক্তিতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে গুগলের।