আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর জাকাতেকাস রাজ্যের একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর এনডিটিভির।
দেশটির নিরাপত্তা সচিবালয়ের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ জানুয়ারি) জাকাতেকাস রাজ্যের জেরেজ শহরে দিবাগত রাত থেকে শনিবারের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে। অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে ‘এল ভেনাদিতো’ নামে ওই নাইটক্লাবে ঢুকে গুলি চালাতে থাকে।
এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে নাইটক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী ও গ্রাহকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ক্লাবের মেঝে রক্তে ভেসে যায়।