নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন ।
আজ সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প ইত্যাদি।
আমাদের অনেক প্রকল্প চলমান জানিয়ে মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গণপূর্তের ৬টি, গৃহায়ন কর্তৃপক্ষের ৩টি ও রাজউকের দুটি প্রকল্প রয়েছে।