নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্পোরেট পরিচালক নর্দার্ন কর্পোরেশন এবং দেশ গার্মেন্টসের পরিচালক কোম্পানিগুলোর শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তসরিফা ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক নর্দার্ন কর্পোরেশনের কাছে থাকা ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০টি শেয়ারের মধ্যে ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে ৭ লাখ ৪৫ হাজার শেয়ার এবং ব্লক মার্কেটে ৩ লাখ ৭১ হাজার ২৮৮ টি শেয়ার বিক্রি করবে নর্দার্ন কর্পোরেশন।
অন্যদিকে, টুটেলার অয়েল সার্ভিসেস কোম্পানি (প্রাইভেট) লিমিটেডের চেয়ারম্যান মিসেস রোকেয়া কাদের, ম্যানেজিং ডিরেক্টর ওমর কাদের খান এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিদ্যা অমৃত খান দেশ গার্মেন্টস লিমিটেডেরও স্পন্সর পরিচালক এবং ডিরেক্টর। কোম্পানিটির এই পরিচালকগন দেশ গার্মেন্টস লিমিটেডের ৫৯ হাজার ২৪টি শেয়ার বাজার মূল্যে বিক্রির ইচ্ছা প্রকাশ করেছেন। এরমধ্যে পাবলিক মার্কেটে ২৯ হাজার শেয়ার এবং ব্লক মার্কেটে ৩০ হাজার ২৪টি বিক্রি করবেন।