নিজস্ব প্রতিবেদক: একজন উপসচিবের নেতৃত্বে নতুন সড়ক নিরাপত্তা শাখা গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই শাখা সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখবে। বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (৩০ জানুয়ারি) ওই বিভাগে বদলি হওয়া উপসচিব জহিরুল ইসলামকে শাখায় পদায়ন করেছে মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সিদ্ধান্তটি এমন একটি সময়ে আসে, যখন সড়ক নিরাপত্তা একটি বড় সমস্যা এবং একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে। কারণ গত কয়েক বছরে সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের মাঝামাঝি সময়ে বিআরটিএ আয়োজিত এক কর্মশালায় সড়ক সচিব প্রতি মাসের ৫ তারিখে সারা দেশে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন।
নতুন গঠন করা এই শাখাটি বিভাগের এস্টেট শাখার অধীনে কাজ করবে। এর আগে সড়ক নিরাপত্তার বিষয়গুলো দেখাশোনা করার জন্য মন্ত্রণালয়ের কোনো নিবেদিত বিভাগ ছিল না।