নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ১৩৭টির দর কমেছে, ১৬২টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সি পার্ল বীচের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস সোমবার সি পার্ল বীচের ক্লোজিং দর ছিল ২৮০ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৬৩ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৬০ পয়সা বা ৫.৯২ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।