নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার সূচকের পতনে শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স কমেছে ১১.৭৮ পয়েন্ট। কিন্তু সূচক পতন হলেও লেনদেন বেড়েছে ৬৪ কোটি টাকার চেয়ে বেশি। লেনদেন বাড়ায় ভূমিকা রেখেছে তথ্যপ্রযুক্তি খাত। এ খাতের দখলে চলে গেলো ডিএসসির মোট লেনদেনের ২২.৫৯ শতাংশ ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০টি খাতের মধ্যে ১৯ খাতকে টেক্কা দিয়ে অন্যতম ছোট খাত হিসেবে পরিচিত তথ্যপ্রযুক্তি খাত আগের দিনের ধারাবাহিকতায় চাঙ্গা প্রবণতা অব্যাহত রেখে চাঙ্গা প্রবণতার পথে দৌড়াচ্ছে। অর্থাৎ আজও লেনদেন বৃদ্ধির নেতৃত্বে তথ্যপ্রযুক্তি খাত।
আজ তথ্যপ্রযুক্তি খাতে মোট লেনদেন হয়েছে ১০১ কোটি টাকা যা ডিএসইর মোট লেনদেনের ২২.৫৯ শতাংশ।
এই খাতে লেনদেনের শীর্ষ স্থানটি দখল করেছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার ৩০০টি। যার বাজার মূল্য ৫৭ কোটি ৯২ লাখ ১২ হাজার টাকা। আজ কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ১০ পয়সা বা ২.৯৮ শতাংশ।
এই খাতে লেনদেনের শীর্ষ দশের ষষ্ঠ স্থানটি দখল করেছে আমরা নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ লাখ ৪১ হাজার ৪৪২টি। যার বাজার মূল্য ২০ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার টাকা। আজ কোম্পানিটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১.০৩ শতাংশ।
এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিমা খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৬৫ কোটি ২০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১৩.৫৮ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ঔষদ ও রসায়ন খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৮০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১০.৪৭ শতাংশ।
চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এই খাতে সর্বমোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ২০ লাখ টাকা। যা ডিএসই মোট লেনেদেনর ১০.৩৩ শতাংশ।