আন্তর্জতিক ডেস্ক: ন্যাটোপ্রধান জেনস স্টলটেনবার্গ ও জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে জাপানের সম্পর্ক জোরদারের অঙ্গীকার করেছেন। খবর রয়টার্স ও আলজাজিরার।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং চীনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগের মাঝে এমন ঘোষণা দিলেন তারা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী ও ন্যাটোপ্রধান এক যৌথ বিবৃতিতে এ অঙ্গীকারের বিষয়ে জানান।
এর আগে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপানে যান ন্যাটোপ্রধান। দক্ষিণ কোরিয়া সফরে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান স্টলটেনবার্গ। একইসঙ্গে চীনের সঙ্গে উত্তেজনা বাড়ায় একই ধরনের সতর্কবার্তা দেন তিনি।
যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুতর ও জটিল নিরাপত্তা পরিবেশে বিশ্ব একটি ঐতিহাসিক মোড়ে এসে দাঁড়িয়েছে।’
এ ছাড়া রাশিয়ার পারমাণবিক অস্ত্রের হুমকি, জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ সামরিক মহড়া এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিয়েও বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু জাপান। সাম্প্রতিক বছরে দেশটি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দেশ এবং যুক্তরাজ্য, ইউরোপ ও ন্যাটোর সঙ্গে তাদের সামরিক সম্পর্ক প্রসারিত করেছে। এ ছাড়া গত ডিসেম্বরে প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপক বাড়ানোর পরিকল্পনা কথা জানিয়েছে দেশটি। এর প্রেক্ষিতে সামরিক খাতে ব্যয়ের দিকে যুক্তরাষ্ট্র ও চীনের পরই জাপানের অবস্থান হবে।