নিজস্ব প্রতিবেদক: মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন লাগার ১৬ ঘন্টা অতিবাহিত হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আগুন নেভানোর কাজ করতে দেখা গেছে ফায়ার সার্ভিস কর্মীদের।
এর আগে মঙ্গলবার ওই কারখানায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে। রাতেও হঠাৎ করে আগুন জ্বলতে দেখা যায়।
আজ বুধবার সকালে মোংলা ফায়ার সার্ভিসের কর্মী নাইম শেখ জানান, এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা এলাকায় অবস্থান করছেন। আগুন শতভাগ নিয়ন্ত্রণে এলে সবাই ইপিজেড এলাকা ত্যাগ করবেন।
এদিকে আগুন লাগার ঘটনায় ১৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ভিআইপি কারখানার কর্মকর্তা আশীষ কুমার কর্মকার গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার পর ইপিজেডে কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় কারখানাটির ফেব্রিকসের গোডাউনে আগুন ধরে যায়।
এদিকে বুধবার সকালে মোংলা ইপিজেডের অন্য সব কারখানার শ্রমিকদের আগের মতো কর্মস্থলে যেতে দেখা গেছে।