নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, ১৩০টির দর কমেছে, ১৬৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার প্রগতি লাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ১৬২ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ১৫৮ টাকা। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ২.৭০ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।