নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবস শেয়ারবাজার পতনে থাকলেও চতুর্থ কার্যদিবসে ছিল উধ্বমূখী। এদিন পুরোই ফুড়ফুড়ে মেজাজে ছিল আইটি খাত। তবে গত তিন কাযদিবসে টানা পতনেও বিমা খাতের কোম্পানিগুলোর ভালো উত্থান দেখা গেলেও, আজ বাজারের উত্থানের দিনে পিছুটান ছিল এই খাতের। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৭ লাখ টাকা। এরমধ্যে ১৬২ কোটি ৬০ লাখ টাকাই লেনদেন হয়েছে আইটি খাতে। যা ডিএসইর মোট লেনদেনের ৩০.৪২ শতাংশ। আজ এই খাতের কোম্পানিগুলোর মধ্যে লেনদেনে অংশ নেওয়া ১০টি কোম্পানির মধ্যে ৯টিরই বেড়েছে শেয়ারদর। অন্যদিকে শেয়ারদর কমেছে একটির।
আজ ডিএসইর লেনদেনের শীর্ষ দশের মধ্যে উঠে এসেছে আইটি খাতের ৩টি কোম্পানি। এই তিন কোম্পানির মধ্যে জেনেক্স ইনফোসিস লেনদেনের শীর্ষে অবস্থান করছে। অন্য দুই কোম্পানির মধ্যে রয়েছে আমরা নেটওয়ার্ক এবং আইটি কনসালটেন্ট লিমিটেড।
অপরদিকে, বিমা খাতে আজ মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ৪০ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১০.৩৭ শতাংশ। এতে করে আজ বিমা খাত লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে জীবন বিমা কোম্পানিগুলোর। আজ বিমা খাতের ৫৪টি কোম্পানির মধ্যে মাত্র একটি কোম্পানির শেয়ারদর বেড়েছে।
অর্থাৎ পতনের বাজারে বিমা কোম্পানিগুলোর কিছুটা উত্থান দেখলেও, উত্থানের বাজারে কোম্পানিগুলোর আচরণ ছিল পিছুটান।