ক্রীড়া প্রতিবেদক: ভারত-অস্ট্রেলিয়ার চার টেস্ট সিরিজের প্রথমটি আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নাগপুরে।
দ্বিপাক্ষিক এই সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দুই দলে বিভক্ত হয়ে ভারত যাচ্ছে।
গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রথম দলটি ভারতের পথে রওনা হয়েছে। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দলটির যাওয়ার কথা।
ভারত সফরের জন্য অস্ট্রেলীয় দলের ভিসা প্রক্রিয়া শুরু করা হয় জানুয়ারি মাসের শুরুতেই বলে সিডনি মর্নিং হেরাল্ড। দলের সবাই ভিসা পেলেও তারকা ক্রিকেটার উসমান খাজা এখনো পাননি। তাই অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভারত সফরে যেতে পারছেন না তিনি।
অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আশা করছে, বুধবারের মধ্যেই ভিসা পেয়ে যাবেন পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলীয় এই তারকা ব্যাটসম্যান। সেটি হিসাব করে আগামীকাল বৃহস্পতিবার তার জন্য ফ্লাইটও বুকিং দেওয়া আছে।
৩৬ বছর বয়সী খাজা সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার ‘শেন ওয়ার্ন পুরস্কার’ পেয়েছেন। অস্ট্রেলিয়ার সেরা পুরুষ টেস্ট ব্যাটসম্যান হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। গত ১ বছরে এই ক্রিকেটার ৭৮.৪৬ গড়ে ১০২০ রান করেছেন।
এর আগেও ভারতীয় ভিসার জটিলতায় পড়েছিলেন খাজা। ২০১১ সালে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়নস লিগে খেলতে ভারত সফরে যেতে সমস্যা হয়েছিল তার। পরে বিশেষ হস্তক্ষেপে তাকে ভিসা দেওয়া হয়।
ভারতীয় ভিসার পূর্বশর্ত হিসেবে আবেদনপত্রে একটি বিশেষ প্রশ্নের উত্তর লিখতে হয়। সেটি হচ্ছে- আবেদনকারীর মা-বাবা পাকিস্তানি কিনা। এই জায়গাতেই হয়তো বারবার আটকে যান খাজা।
পাকিস্তানের ইসলামাবাদে জন্ম উসমান খাজার। ১৯৮৯ সালের দিকে তার মা-বাবা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। তখন থেকেই অস্ট্রেলিয়ায় স্থায়ী তারা। সেখানেই বেড়ে উঠেছে খাজা।