ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে ৩ ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ। সে লক্ষ্যে বৃহস্পতিবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ঘোষিত স্কোয়াডে দুটো নতুন মুখ রেহান আহমেদ এবং টম অ্যাবেল। ইনজুরি কাটিয়ে ফিরেছেন সাকিব মাহমুদ। ওয়ানডে ও টি টোয়েন্টি দুই সিরিজেই ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন জস বাটলার।
নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ ও ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে প্রথম সারির বেশকজন ক্রিকেটার নেই ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডে। নেই জো রুট, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটাররা।
প্রাথমিকভাবে ইংলিশদের বাংলাদেশে পা রাখার কথা ছিল ২০ ফেব্রুয়ারি। খেলার কথা ছিল প্রস্তুতি ম্যাচ। কিন্তু কিছুদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী নয় বলে জানায় ইসিবি। চার দিন পেছানো হয়েছে বাংলাদেশে আসার তারিখও। আগামী ১ মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।