আন্তর্জতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন। তার এ বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইউক্রেনের কাছে আয়রন ডোম পাঠানোর বিষয়টি তিনি উড়িয়ে দিচ্ছেন না। নেতানিয়াহুর এই বক্তব্যের জবাবে মারিয়া জাখরোভা বলেন, “যেসব দেশ ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে তাদেরকে বুঝতে হবে যে, রাশিয়ার সেনাদের দিকে তাক করা সমস্ত অস্ত্র আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করব। নতুন যে অস্ত্রই দেয়া হোক না কেন তা যুদ্ধের বিস্তার ঘটাবে এবং সংকট বাড়িয়ে তুলবে। এ বিষয়টি সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”
এদিকে চলতি সপ্তাহে রুশ কোম্পানি ফোরেস ঘোষণা করেছে, ইউক্রেনে পশ্চিমা ট্যাংক ধ্বংস করলে ৫০ লাখ মূল্যের পুরস্কার। কোম্পানিটির এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই পুরস্কারের ঘোষণা মস্কোর জয় ত্বরান্বিত করবে। ইউক্রেনে পাঠানো যেকোনও ট্যাংক পুড়িয়ে দেবে রুশ সেনারা। আর এই পুরস্কার রুশ সেনাদের এই কাজে আরও উৎসাহ দেবে।