নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমানের ঢাকাগামী ৬০২ ফ্লাইটটি উড়ার আগেই চাকা ফেটে গেছে। এতে রানওয়ে চলার অনুপযোগী হয়ে পড়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভাবিক করার চেষ্টা চলছে। অতি অল্প সময়ের মধ্যেই চাকা বদল করে ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইটটি ফিরে যেতে পারেনি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সরিয়ে নেওয়া হলে সেটি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের নামিয়ে চাকা পরিবর্তনের কাজ করা হচ্ছে।