নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলোর অনীরিক্ষিত ও নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার করে প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই ছয় কোম্পানির মধ্যে ওয়াইম্যাক্স লিমিটেডের বোর্ড সভা আগামী ০৫ ফেব্রুয়ারি সন্ধা ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশনের বোর্ড সভা আগামী ০৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা আগামী ০৮ ফেব্রুয়ারি সন্ধা ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করবে।
বঙ্গজ লিমিটেডের বোর্ড সভা আগামী ০৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
মিথুন নিটিংয়ের বোর্ড সভা আগামী ০৬ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ২:৩০টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করবে।