বিনোদন ডেস্ক: পূর্বেই নওয়াজুদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। সেই অভিযোগের ভিত্তিতে এবার মুম্বাইয়ের একটি আদালত নওয়াজউদ্দিন সিদ্দিকীকে নোটিশ পাঠিয়েছে।
তার স্ত্রী আলিয়া সিদ্দিকী পুলিশকে অভিযোগ করেন, তাকে খাবার দেওয়া হচ্ছে না! এমনকি ব্যবহার করতে দেওয়া হচ্ছে না শৌচাগার! বৈঠকখানার সোফাকেই আপাতত বিছানা হিসেবে ব্যবহার করছেন আলিয়া।
সম্প্রতিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া বেশ কিছু ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, বিলাসবহুল বাড়ির এক কোণে সন্তানদের সঙ্গে রয়েছেন তিনি। বাথরুমে যেতে গেলে মহিলা নিরাপত্তাকর্মী এসে বাধা দিচ্ছেন তাকে। আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকীও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখে খুলেছেন।
অন্য দিকে, পুত্রবধূর বিরদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকী। আলিয়া জোরপূর্বক বাড়িতে প্রবেশ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। এমনকি, আলিয়া নওয়াজের স্ত্রী নন বলেও দাবি করেছেন তিনি। এ বিষয়ে আলিয়ার আইনজীবী জানান, অনুপ্রবেশের কোনো প্রশ্নই নেই, কারণ ওরা স্বামী-স্ত্রী। শ্বশুরবাড়িতে স্ত্রী থাকলে তাকে অনুপ্রবেশ বলা যায় না বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং তার পরিবারের বিরুদ্ধে দাম্পত্য কলহের অভিযোগ এনেছিলেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকী। স্বামী কোনো দিন গায়ে হাত না তুললেও তার ভাই শামাশ সিদ্দিকীর কাছে প্রহৃত হয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি। এরপর থেকেই আলাদা থাকতেন তারা। কিন্তু মত পাল্টান আলিয়া। ২০২১ সালে নওয়াজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত বাতিল করেন আলিয়া। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে ফের তাদের দাম্পত্য কলহ সামনে চলে এলো।