আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের সড়কে প্রকাশ্যে কলেজপড়ুয়া এক যুবককে (১৯) ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তি। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মুম্বাইয়ের উপশহর চুনাভট্টির পুলিশ।
নিহত যুবকের নাম মুক্তার শেখ। তিনি মুম্বাইয়ের চেম্বুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই যুবক মুক্তারকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রেমসংক্রান্ত বিরোধে এমনটা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। একটি মেয়ের সঙ্গে প্রথমে ছুরিকাঘাতকারীদের একজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ওই ছেলেকে ছাড়ার পর মুক্তারের সঙ্গে মেয়েটির প্রেম হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ছেলে এক বন্ধুকে নিয়ে এই ঘটনা ঘটায়। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযুক্তদের একজনকে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।