নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বিদায়ী সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ইস্টার্ন লুব্রিকেন্টস এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।
ইস্টার্ন লুব্রিকেন্টের এজিএম আজ ০৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ইস্টার্ন ক্যাবলসের এজিএম গত ৩০ জানুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।