ক্রীড়াপ্রতিবেদক: মেহেরপুরে সদর উপজেলার আমঝুপিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ফলক উন্মোচন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, অনলাইন গেমসমুখী নতুন প্রজন্মকে আবার খেলার মাঠমুখী করতে সরকার উপজেলা পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ করছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে স্টেডিয়ামটির ফলক উন্মোচন করে তিনি এ কথা বলেন।
উন্মোচন শেষে যুব উন্নয়নে প্রশিক্ষণ ভাতা ও প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সম্প্রতি বডিবিল্ডার ফাইনালে অসন্তোষসহ দেশে খেলোয়াড়দের সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তালিকাভুক্ত ৫৩টি ইভেন্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশন রয়েছে। এতে হাজার হাজার খেলোয়াড় রয়েছে। সেখানে বডিবিল্ডারের মতো একটি ইভেন্টের রেজাল্ট নিয়ে ঘটনাটি বিছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত।’
দেশে ফুটবল ও ক্রিকেটসহ সব ধরনের ক্রীড়ার মান উন্নয়ন ও সম্প্রসারণ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে মাঠের সংখ্যা কমে যাওয়ায় খেলাধুলা কমে গেছে। আবার মামলা জটিলতার কারণে অনেক ক্রীড়া সংস্থার নির্বাচন দীর্ঘদিন হয়নি। এজন্য মেহেরপুরসহ জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলোকে সক্রিয় করতে যে সমস্ত ক্রীড়া সংস্থায় নির্বাচন ঝুলে আছে, সেগুলোর নির্বাচন দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হচ্ছে।’
অনলাইন গেমসমুখী নতুন প্রজন্মকে আবার খেলার মাঠমুখী করতে সরকার উপজেলা পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণ করছে জানিয়ে তিনি বলেন, আরও ১৫১টি উপজেলায় স্টেডিয়ামের কাজ শুরু হবে। ২০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ৪টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে ফলক উন্মোচন করা হলো।
সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এবং মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু।