আন্তর্জাতিক ডেস্ক: ই-মেইলের মাধ্যমে ভারতের মুম্বাই শহরে সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। এ হুমকি পেয়েছে ভারতীয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
পুলিশি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এনডিটিভি।
হুমকি পাওয়ার পর এ বিষয়ে মুম্বাই পুলিশকে অবহিত করেছে এনআইএ। এরপরই মহারাষ্ট্রের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া হুমকির সত্যতা উদ্ঘাটনে এনআইএ ও মুম্বাই পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
মুম্বাই পুলিশ সূত্রে জানা যায়, যে ব্যক্তি মেইল পাঠিয়েছেন তিনি নিজেকে একজন তালেবানি হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন, মুম্বাইয়ে জঙ্গি হামলা হতে পারে।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারিতে, অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি দিয়েছিলেন। তখন স্কুলে বোমা পুঁতে রাখার দাবিও করেছিলেন ওই ব্যক্তি। গত বছরের অক্টোবরেও একইভাবে ফোন করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বোমা পুঁতে রাখার বিষয়ে জানানো হয়েছিল।