নিজস্ব প্রতিবেদকঃ শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির বোর্ড সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। বোর্ড সভা শেষে কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেড ও ইপিএস ঘোষণা করবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই দুই কোম্পানির মধ্যে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড। এর মধ্যে ইউনাইটেড পাওয়ারের সভা বিকাল ৪টায় ও ওইমেক্স ইলেকট্রোডের সভা বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
ইউনাইটেড পাওয়ার: আজ বোর্ড সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা, আগৈ বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ৩৯ পয়সায়।
ওইমেক্স ইলেকট্রোড: আজকের বোর্ড সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেড ঘোষণা আসতে পারে। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৫১ পয়সা।