নিজস্ব প্রতিবেদকঃ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ২১০ কোটি টাকা। এই সময়ে বেড়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩০৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২২৩৫ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২১০ কোটিয় নয় লাখ ৯৬ হাজার টাকা।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০২টির। কমেছে ৫৮টির। অপরিবর্তিত রয়েছে ১২৪ টি কোম্পানির শেয়ারের দর।