আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে তীব্র তাপদাহে সৃষ্ট দাবানলে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দাবানলে আহত হয়েছে অন্তত ৫৫৪ জন। এর মধ্যে দগ্ধ ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রে রয়েছে ১ হাজার ৪২৯ জন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত কয়েকটি অঞ্চলে রেকর্ড উচ্চ তাপমাত্রার কথাও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘থার্মোমিটারের পারদ যে উচ্চতায় উঠেছে, এর আগে কখনো এমন দেখা যায়নি।’
চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় এলাকায় দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও সরঞ্জাম পাঠাবে প্রতিবেশী দেশ আর্জেন্টিনা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।