নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার দরের উধ্বগতিতে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। বাজার খারাপ থাকার কারণে বেশ কিছুদিন কোম্পানিটির শেয়ারদর ১১০ টাকার আশপাশে ছিল। কিন্তু সেই মন্দাভাব কাটিয়ে কোম্পানিটি গেলো সপ্তাহেও বিনিয়োগকারীদের ভালো রিটার্ণ দিয়েছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, চলতি সপ্তাহের প্রথম কাযদিবস আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ টাকা ৩০ পয়সা বা ৫.৪৭ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৩৩ টাকা ৪০ পয়সা। আজ ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ১৪০ টাকা ৭০ পয়সায়।
বিএসসির এমন শেয়ারদর বৃদ্ধির পেছনে রয়েছে কোম্পানিটির জাহাজ কেনার খবর। কোম্পানিটি নতুন ৬টি জাহাজ কেনার বিষয়ে প্রক্রিয়ারগত অগ্রগতি হয়েছে। এই জাহাজগুলো যোগ হবে বিএসসিতে। নতুন করে ছয়টি জাহাজ কোম্পানিটিতে যোগ হলে মুনাফায় বড় পরিবর্তন আসবে। এতে করে বিনিয়োগকারীরা ভালো ডিভিডেন্ড পাবেন। এই আশাতেই বিএসসির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
এছাড়াও, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিএসসির একটি জাহাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ক্ষতি পূরণ চেয়ে আবেদন করবে বিএসসি কতৃপক্ষ। জাহাজটির ক্ষতি পূরণ ফেলে বিএসসির মুনাফায় আরও বেশি অগ্রগতি হবে। ক্ষতি পূরণের জন্য আবেদনের প্রস্তুতি নিয়েছে বিএসসি কতৃপক্ষ।
এই দুই খবরেই কোম্পানিটির শেয়ারের বাজারে চাহিদা বেড়েছে। এতে করে ক্রমাগতই বেড়ে চলেছে শেয়ারদর। আর এতে করে কম দামে শেয়ার কেনা বিনিয়োগকারীদের মুখে হাঁসি ফুটেছে।