নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ ফেব্রুয়ারি) আট কোম্পানির বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পেয়েছে। এই চার কোম্পানির মধ্যে রয়েছে ডমিনজে স্টিল, সাইফ পাওয়ারটেক, সোনারগা টেক্সটাইল, আমান কটোন, আমান ফিড, আলহ্বাজ টেক্সটাইল, বিডি অটো কারস এবং এম্বি ফার্মাসিটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এই আট কোম্পানির মধ্যে ডমিনজে স্টিল ২ শতাংশ ক্যাশ, সাইফ পাওয়ারটেক ১০ শতাংশ ক্যাশ, সোনারগা টেক্সটাইল ১ শতাংশ ক্যাশ, আমান কটোন ১০ শতাংশ ক্যাশ, আমান ফিড ১০ শতাংশ ক্যাশ, আলহ্বাজ টেক্সটাইল ৩ শতাংশ ক্যাশ, বিডি অটো কারস ৪ শতাংশ ক্যাশ এবং এম্বি ফার্মাসিটিক্যালস লিমিটেড ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে।
এছাড়াও এম্বি ফার্মা ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।