ক্রীড়া প্রতিবেদক: বার্সেলোনা ছাড়তে চায়নি মেসিকে। তবে বেধেও রাখতে পারেনি। ২০০৪ থেকে ২০২১, দীর্ঘ ১৭ বছরে বার্সার জার্সিতে মেসি দেখিয়েছেন চমকের পর চমক। কত গোল, কত রেকর্ড, কত শিরোপা। ২০২১ সালে অনেক নাচকীয়তার পরে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি।
বার্সায় থাকা অবস্থায় মেসি সর্বদায় বলতেন, তিনি তার ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান ন্যু ক্যাম্পেই। কিন্তু তা হয়নি। বাস্তবতা ভিন্ন। অনেকটা অর্থের অভাবেই মেসিকে ছেড়ে দেয় বার্সা। চোখের জলে বিদায় নেয়া মেসির বর্তমান ঠিকানা ফ্রান্সের পিএসজি।
মাঝে মধ্যে মেসির বার্সায় ফেরা প্রসঙ্গে কথা হয়। তবে কখনো তা জোড়ালোভাবে শোনা যায়নি। এবার বার্সার কোচ জাভি হার্নান্দেজ যেভাবে বলেছেন, তাতে আশার পালে হাওয়া লেগেছে।
এই জাভি দীর্ঘদিন ছিলেন মেসির সতীর্থ। বার্সার হয়ে মাঝ মাঠে প্লে মেকার হিসেবে কাজ করতেন জাভি। মেসির সঙ্গে তার রসায়ন ছিল দেখার মতো। সেই জাভি এখন কোচ, মেসি খেলে যাচ্ছেন। সম্প্রতি মেসির বার্সা ফেরার প্রসঙ্গে জাভি পরিষ্কার করে বলেছেন, মেসির জন্য বার্সার দরজা সব সময়ই খোলা।
মেসি কি আবার ন্যু ক্যাম্পে ফিরবেন? এমন প্রশ্নেন জবাবে জাভি বলেন, ‘কেন নয়? এটা অবশ্য নির্ভর করছে ওর ইচ্ছার ওপর। মেসি কী চায় সেটাই আসল। ওর অনুভূতির গুরুত্ব রয়েছে। বার্সেলোনা সব সময়ই মেসির বাড়ির মতো। লিওর জন্য আমাদের দরজা সব সময় খোলা রয়েছে। অন্তত যত দিন আমি কোচ থাকব, তত দিন মেসির জন্য দরজা খোলা থাকবে।’
পরের অংশে জাভি বলেন, ‘দেখা যাক মেসি নিজে কী চায়। এ সিদ্ধান্তটা নির্ভর করছে মেসির ওপর। ক্লাবের ওপর নয়।’