ক্রীড়া প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্যান্সে রীতিমতো উড়ছিল আর্সেনাল। শেষ পর্যন্ত গানারদের থামাতে পারল এভারটন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে আর্সেনালকে ১-০ গোলে পরাজিত করে জয়ের স্বাদ পেয়েছে এভারটন।
সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ১০ ম্যাচে জয়শূন্য ছিল এভারটন। শন ডাইসের কোচিংয়ে প্রথমে মাঠে নেমেই পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল আর্সেনালকে হারিয়ে বড় চমকই দেখাল এভারটন। অন্যদিকে চলমান লিগে আর্সেনালের এটি দ্বিতীয় হার। প্রথমটি হারটি ছিলো সেপ্টেম্বরের শুরুতে, ম্যানইউর মাঠে ৩-১ গোলে। এরপর লিগে একটানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার পর অ্যাওয়ে ম্যাচে পরাজিত হলো তারা।
হারলেও পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে আর্সেনাল। ২০ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে দলটির পয়েন্ট ৫০। সেখানে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। এভারটনের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্সেনালের জয় পাওয়াটা ছিল অনুমেয়। তবে ঘরের মাঠে গানারদের সঙ্গে রীতিমতো লড়াই করে দলটি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে এভারটনের হয়ে একমাত্র গোলটি করেন জেমস তারকোভস্কি।
বল দখলে আর্সেনাল একচেটিয়া আধিপত্য স্থাপন করলেও আক্রমণে ভীতি ছড়াতে থাকে বিপক্ষ দল এভারটন। ম্যাচের প্রথমার্ধের সেরা দুটি সুযোগ তৈরি করে তারাই। সঙ্গে করে আরও কয়েকটি দারুণ আক্রমণ; তবে ফিনিশিংয়ের ব্যর্থতা বারবার পোড়ায় তাদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে চাপ বাড়ায় আর্সেনাল। কিন্তু ৬০ মিনিটে আর্সেনালকে স্তব্ধ করে দেন জেমস তারকোভস্কি। কর্নারে দূরের পোস্টে বল পেয়ে হেডে দলকে এগিয়ে নেন তিনি। বাকি সময়ে মরিয়া হয়ে চেষ্টা করলেও প্রতিপক্ষের বাধা টপকাতে পারেনি আর্সেনাল।