নিজস্ব প্রতিবেদক: দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখের বেশি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছে।
বিবিএসের জনশুমারির তথ্য ঠিক আছে কি না সেই বিষয়টি মাঠপর্যায়ে যাচাই-বাছাই করছে বিআইডিএস। সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে প্রতিষ্ঠানটিকে মূল্যায়নের ক্ষমতা দিয়েছিল বিবিএস।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে বিআইডিএস জনশুমারির পরবর্তী মূল্যায়নের প্রতিবেদন প্রকাশ করে।
বিআইডিএসের তথ্যমতে, দেশের জনসংখ্যা বিবিএসের গণনা প্রতিবেদনের থেকে ৪৫ লাখ ৪১ হাজার ৮৬২ জন বেশি। জনশুমারির ও গৃহগণনার চূড়ান্ত হিসাবে ২ দশমিক ৭৫ শতাংশ যোগ হয়েছে। অতএব, বর্তমানে দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর আগে বিবিসের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।