নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ করা ডিভিডেন্ড প্রতিবেদন এখনো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেয়নি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চেয়ে কোম্পানিগুলোকে চিঠি দিয়েছে ডিএসই।
কোম্পানি তিনটি হলো—এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) এবং কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
আইন অনুসারে, কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভার (এজিএম) পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে ডিএসই ও বিএসইসিতে কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হয়। এতে ডিভিডেন্ড বিতরণের সর্বশেষ অবস্থা জানাতে হয়।
লিস্টিং রুলসের ২৯ অধ্যায় অনুসারে, কোনো তালিকাভুক্ত কোম্পানির এজিএমে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড অনুমোদনের পরবর্তী ৩০ দিনের মধ্যে তা বিতরণ করবে এবং বিতরণের সাত কার্যদিবসের মধ্যে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেবে স্টক এক্সচেঞ্জে।
কিন্তু এই তিন কোম্পানি সে আইন লঙ্ঘন করেছে। আইন লঙ্ঘনের দায়ে শাস্তি হিসেবে প্রতিদিন কোম্পানিগুলোকে ৫ হাজার টাকা করে জরিমানা গুনতে হবে।
কোম্পানিগুলোর মধ্যে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন শেয়ারহোল্ডারদের জন্য গত ৮ ডিসেম্বর এজিএম করে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৭.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড অনুমোদনের জন্য গত ২৭ সেপ্টেম্বর এজিএম করেছে।
কে অ্যান্ড কিউ জুলাই থেকে মার্চ সময়ের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ডিভিডেন্ড বিতরণের কমপ্লায়েন্স রিপোর্ট ডিএসইতে জমা দেয়নি।