আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ। এর মধ্যে ১০ লাখেরও বেশি শিশু রয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার নির্বাহী কমিটিকে এ তথ্য জানান।
এর আগে ডব্লিউএইচওর অ্যাডেলহেইড মার্শাং তুরস্ক ও সিরিয়ায় ধসে পড়া ভবনগুলো পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন শেষে মার্শাং বলেন, ‘ওভারভিউ মানচিত্র থেকে দেখা যাচ্ছে এসব এলাকায় প্রায় ২৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ মিলিয়ন দুর্বল জনগোষ্ঠী রয়েছে।’
সিরিয়া সম্পর্কে তিনি জানান, সিরিয়ায় ক্ষতিগ্রস্তদের সমস্যা বেশি দেখা দিয়েছে। রাস্তার ক্ষতি হওয়ায় তুরস্ক থেকে জাতিসংঘের সহায়তার প্রবাহও বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।