ক্রীড়া প্রতিবেদক: তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে দেশটির ফুটবলার আহমেত ইয়ুপ তুরকাসলানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার ক্লাব ইয়েনি মালত্যাসপোরের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইয়েনি মালত্যাসপোর ক্লাবের গোলরক্ষক ছিলেন আহমেত ইয়ুপ। ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাসলান ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না। আপনার শান্তি কামনা করি।’
তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরে ২০২১ সালে যোগদানের পর ক্লাবটির হয়ে ৬ বার খেলেছেন ২৮ বছর বয়সী আহমেত ইয়ুপ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোকা জানান, ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা ৫ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া সিরিয়ায় নিহতের সংখ্যা ১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রাণহানির সংখ্যা ৮১২ এবং বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ১ হাজার ২০ জন।
সিএনএন জানায়, এ ভূমিকম্পে দুই দেশে মোট আহত হয়েছেন ২৪ হাজার ৭৫২ জন। এর মধ্যে তুরস্কে আহত হয়েছেন ২১ হাজার ১০৩ জন এবং সিরিয়ায় ৩ হাজার ৬৪৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।