নিজস্ব প্রতিবেদক: বরাবরই রকেট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে থাকে মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানি ইলন মাস্কের স্পেসএক্স। সেই ধারাবাহিকতায় কোম্পানিটি এবার সবচেয়ে শক্তিশালী রকেট সিস্টেম ‘স্টারশিপ’-এর গুরুত্বপূর্ণ পরীক্ষা চালিয়েছে।
উৎক্ষেপণের পর স্টারশিপ হবে ইতিহাসের সবচাইতে শক্তিশালী রকেট সিস্টেম বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবারের (৯ ফেব্রুয়ারি) পরীক্ষার পর স্পেসএক্স কর্তৃপক্ষ আগামীতে রকেটটি উৎক্ষেপণের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে। পরীক্ষাটি চালানো হয় যুক্তরাষ্ট্রের টেক্সাসে মেক্সিকো লাগোয়া সীমান্তের বোকা চিকা এলাকায়।
উৎক্ষেপণের কাজে প্রকৌশলীরা যা করেছেন তা ‘স্ট্যাটিক ফায়ার’ বা ‘স্থির আগুন’ হিসেবে পরিচিত। এতে রকেটের নিচের অংশের ভিত্তিতে একই সঙ্গে ৩৩টি ইঞ্জিনের মধ্যে ৩১টি চালু করা হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ কাজে ইঞ্জিনগুলো চালু হলেও রকেটটি যাতে কোনো ধরনের নড়াচড়া না করে সেজন্য সেটিকে শক্তভাবে আটকে রাখা হয়েছিল।
ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বার্তায় বলেন, প্রকৌশলীদের দলটি একটি ইঞ্জিন আগে থেকেই বন্ধ রেখেছিলেন যাতে অন্য আরেকটি ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে যায় আর এ সময় ৩১টি ইঞ্জিন চালু হয়ে যায় এবং কক্ষপথে পৌঁছাতে যথেষ্ট ইঞ্জিন রয়েছে রকেটটিতে।